লেবেল

রবিবার, ২৫ জুন, ২০২৩

কবিতায় বর্তমান সময় —২০।। জীবনের ঝুলি — দীপান্বিতা পান্ডে দীক্ষিৎ।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 




কবিতায় বর্তমান সময় —২০


জীবনের ঝুলি

দীপান্বিতা পান্ডে দীক্ষিৎ



জীবন এক অন্তহীন সম্ভাবনার ঝুলি ,
কি কেন কবে কোথায় এর উত্তর কেউ জানেনা ৷
কোথায় গিয়ে শুরু আর কোথায় গিয়ে শেষ ,
 শুধু অন্তর্যামী ই জানেন কোথায় উপনিবেশ৷
জানা শোনার  নেই তো শেষ আমরা মানুষ শুধু ই করি অহংকারের প্রদর্শন |
সবই বড় বেশী বুঝি বুঝিনা শুধু নিজেকে,
দুনিয়াটাকে দেখাতে গিয়ে নিজেই পড়ি বিপাকে ৷
কত কিছুই আছে এই সুন্দর পৃথিবীটাতে,
জীবন খানি ছোট্ট প্রদীপ জ্বলতে হয় সাঁঝের আলোকে৷
স্বেচ্ছানির্বাসন কখনও কখনও নীদ্রাহীন নদীর কাছে,
ভালবাসা রা পথ খোঁজে মৃত্যুর কবরে ৷
প্রতিদিনই জন্ম হয় নূতন জীবনের ,
দেখা শেখা শোনার শেষ নেই কোনো চলমান জীবনে ৷
ভালবাসা হল এক তরফা কেউ বুঝল কি বুঝল না,
ভালবাসা তার প্রতিদান কোনো দিনও পাইনা ৷
যেখানে থাকে শুধু দেয়া আর নেয়া,
সেটা শুধু সওদা ভালবাসা না৷
জীবনের ঝুলি শুধু  অভিজ্ঞতায় পূর্ণ,
হরেক রকম অধ্যায়ে জীবনের নানা গল্প ৷

1 টি মন্তব্য: