কবিতায় বর্তমান সময় -৭
শুনে নিও নীরবতারও ভাষা
দেবাশীষ মুখোপাধ্যায়
বড়ো কলরব চারিদিকে।
অহং এর দাপাদাপি।
নীরবতার শব্দরা চলমান স্রোতে ভেসে যায়।
মানুষের বুকে কি জায়গা নেই তার ?
সমস্যা জটে আটকে জীবন,
অভিমান আছড়ে আছড়ে পড়ছে।
তবুও ট্রামের চাকা ঘুরে চলে।
অসতর্ক কবির জন্যই কিনা কে জানে !
সকালের রোদও বড়ো ঘামে ভেজা।
চায়ের কাপের আবেগ উধাও।
তর্কের ফেনিল জটলার মন খারাপ।
শব্দের বিরতি সেও কি আজ চায় মনে মনে?

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন