লেবেল

শনিবার, ২০ মে, ২০২৩

উন্মুক্ত কবিতাগুচ্ছ —২৮ ।। অমিতাভ সরকারের — তিনটি কবিতা।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 




উন্মুক্ত কবিতাগুচ্ছ —২৮



অমিতাভ সরকারের তিনটি কবিতা 




১.
ছুটি নেওয়ার কাজে


হাওয়া দিচ্ছে।
মনে হয় জোর বৃষ্টি নামবে।

তবে মানুষেরা এখনও আসছে।
এ জীবিকায় বিশ্রাম বলে কিছু নেই ।

জীবনের প্রতিটি ঢেউয়ের সাথে নতুন করে আলাপ।

সমস্যাকে আবারও নতুন করে দেখা।
তবে দোষ কী!
ওদেরও তো প্রেমে পড়তে ইচ্ছে করে। 




ফেলে আসার পর


বেরিয়ে এলাম।
ঘরে ফেরার পথ।

আবার একই রকম সিট।

ওই যে। 
বাস আসছে।
উঠি।
কিছু ফেলে যাচ্ছেন না তো! 

কিন্তু এখনও সময় হয়নি।
কিছু ফেলে আসছেন না তো।

আবার যদি একই কথা বলেন 
তো আপনাকেই রেখে দিয়ে চলে যাব।

আসুন, বুকে আলো ভরি।

নিজের মধ্যে অক্সিজেন না রাখলে 
অন্যকে ভরসা দেবেন কী করে?





মেঘদূতের আগের কথা 


পরিবেশের ভাবনাটা এখানে কারোরই সম্পূর্ণ একই রকম নয়
কাছাকাছি হতে পারে মাত্র, 
তাও সব ক্ষেত্রে বোঝা যায় না 

মনগুলো কাছাকাছি এসে বসে এই যা।

আমি কোনো বিষয়ে এক রকম ভেবেছি,
তো আমার স্ত্রী অন্য কিছু, বা... 

সময় সব ঠিক করে রাখে

প্রকৃতি তাল মেলায়,
আমাদের প্রচলিত বিষয়ের সাথে কখনো মেলে, কখনও আবার...

তাই তো যা ভাবব, সেটাই যে হবে এমনটা নয়।
এখানেই একটা সার্থক সৃষ্টির মেঘ জন্মলাভ। 

আর মেঘে তো জমির দাম বেশ ভালোই...





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন