উন্মুক্ত কবিতাগুচ্ছ —১১
বিকাশরঞ্জন হালদার এর পাঁচটি কবিতা
১.
সমর্পণ
সমর্পণ 'দোয়ানিয়া'র বুকে। তবু- ভেসে যাই তোমার'ই তো স্রোতে!
মৌসুমী-বাতাস কোনো আড়াল
রাখেনা!
২.
আগুন
কিছু ঘুম চোখে নিয়ে হরিপ্রিয়া-চাঁদ। আমি তার
গোপন সাঁতরাই
মনে কোনো বাঁধন রাখিনা!
অনন্ত রাত্রি আসে ঘোর। আমি শুধু
আগুন জাগাই!
৩.
প্রস্তাব
দৃষ্টিতে মরা-পিপাসা এখন। দেখিনা-
পদচিহ্ন পড়ে রইলো কার!
প্রস্তাব যতই থাক
নামে মাত্র তটিনী ঘুম-ঘোর, বিষাদ
অপার ...
৪.
ক্রমাগত
কুয়াশা ঢেকে দিয়ে যায় 'সকাল'গুলো
'দিন'গুলো 'রাত' হয়ে যায়!
মৃত্যুহীন কুয়াশার তলায়, ক্রমাগত
বড় হতে থাকে
আমার, সূর্য-শোক!
৫.
দিনগুলো
ফিরোজা রঙের দিনগুলো খুঁজেবেড়ায়
আমাকে! আর আমি হারাই আমার
দীর্ঘ কিশোর-বেলা!
বাতাস কখন কীভাবে যে বয়ে যায় ...
প্রতিটি কবিতাই খুব সুন্দর। বিগত যৌবন মানুষের বিষাদের ছায়া ধরা পড়েছে। আমরা সবাই কৈশোরকে
উত্তরমুছুনহাতড়ে বেড়াই। এখন সময় শুধু
জীবনকে গুটিয়ে আনার।