উন্মুক্ত কবিতাগুচ্ছ -৯
গোবিন্দ মোদক-এর তিনটি কবিতা
১.
অভিমানী মেঘ
ঘরের ভিতরে দু’টি প্রাণী রয়েছে
তাদের মুখে কোনও ভাষা নেই
তবে থমকে আছে অভিমানী মেঘ
ফোঁটা ফোঁটা ঝরছে লোনা জল
কাচের জানালার বাইরেও
অঝোর বৃষ্টি
বৃষ্টি একসময় থেমে যাবে
কাচের গায়ে রেখে যাবে জলের দাগ
ঘরের ভেতরের কাচ দাগহীন-ই থাকবে
কেননা —
ঘরের ভেতর রয়েছে দু’টি প্রাণী
আর থমকে আছে অভিমানী মেঘ।
২.
যদি …
দূরবিনে চোখ রেখে
কোনওদিন দেখিনি
ভালোবাসার অন্য দিকটা
তাই শূন্যকে
শূন্য বলেই জেনেছি
পৃথিবীকে সবুজ বলে
যদি একবার অন্তত স্বীকৃতি দাও
তবে এখানেই শেষ ঘুম ঘুমাবো
আর জেগে উঠবো
স্মৃতির আড়াল ছড়িয়ে
যদি কোনও মহামানব আসে
অহল্যার ঘুম ভাঙাতে!
৩.
ডাকাত
আমি স্থির জানতাম —
যদি তোমার পায়ের কাছে
নতজানু হয়ে বসে
এক অঞ্জলি প্রেম ভিক্ষা করি
তবে কোনদিনও তা পাবো না
তাই ডাকাত হলাম
জীবনে এই প্রথম ও শেষবারের মতো
এরপর সারাজীবন ওই পায়ের কাছে বসে
মাথার মুকুট খুলে নামিয়ে রেখে বলবো
“বলো, ভালবাসি!”
না পারলে এটা অন্তত বলো —
“তোমাকে ঘৃণা করি!”
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন