আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিষয়ক কবিতা -১৮
আমার একুশ
দীনেশ সরকার
একুশ এলেই মন ছুঁয়ে যায় রক্তে ভেজা ঢাকার পথ
জেগে ওঠে বুকের ভিতর শহিদদের দীপ্ত শপথ ।
একুশ প্রাতে আকাশ-বাতাস শহিদ শোকে হয় ভারী
ম্লান হয়ে যায় ভোরের রবি একুশে ফেব্রুয়ারি ।
কেঁদে ফেরে ভোরের পাখি ভাষাশহিদদের তরে
সালাম-রফিক-বরকত-জব্বার আর শফিউর আয় ঘরে ।
ভাষার অঙ্গে শহিদ শোণিত, স্মরি তাই বারে বারে
মাতৃভাষা স্বীকৃত আজ জগতেরই দরবারে ।
ভাষাশহিদদের আত্মত্যাগ কি ভুলতে কখনো পারি ?
মাতৃভাষার স্বীকৃতির দিন একুশে ফেব্রুয়ারি ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন