লেবেল

বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিষয়ক কবিতা -১৭ ।। বাংলাভাষা — অমিতাভ সরকার।।E.Magazine.।। Bengali poem in literature।।




আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিষয়ক কবিতা -১৭



 বাংলাভাষা 

অমিতাভ সরকার 

বাংলা মনের ঘর
জ্যোৎস্নার আলো, 
আনন্দে দিন পার
কষ্টেও ভালো। 

বাংলা গানের সুর
সমতার কথা,
মুখের মিষ্টি ভাষা
রামধনু গাথা।

ভাষায় যে ছোটো বড়ো 
নাই ভেদাভেদ,
আকাশে একই সে চাঁদ
কিসেরই বা খেদ!


বাংলা নিবিড় সুখ
ভালোবাসা টানে
মায়ের জীবন জ্বালা
স্মৃতি বয়ে আনে।


বাংলা প্রাণের আশা 
খুশী, সম্মান,
বাঙালি নিজে কি বোঝে
ভাষার অভিমান?



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন