লেবেল

শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিষয়ক কবিতা -১৯ ।। বকলমে মা — দেবাশীষ মুখোপাধ্যায়।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 




আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিষয়ক কবিতা -১৯



বকলমে মা

দেবাশীষ মুখোপাধ্যায় 


আকাশের বুকে উড়ে চলা চিলের ডানায় করেছি তার খোঁজ। মেঘকে সে বলে দিয়েছে জানালে,
পাহাড়ের মাথায় গিয়ে মেঘের সাথে কথা বলি।
মেঘ জানায়,গাছ জানে।
গাছ বলে ওঠে মাটিতে সব লেখা।
মাটি কান্না ভেজা গলায় বলে,
ঐ যে রক্ত মাখা শরীরগুলো পড়ে আছে,
ওদের বুকে খোঁজো।
ওরা তোমার ভাষাকে বাঁচাতেই আজ আমার বুকে শুয়ে।
রক্তের শরীরের বুকে কান পাতলে শুনি,
ভাষায় বাস করো।
ভাষা বুকে লালন করো।
দেখি ভাষা মা হয়ে দাঁড়িয়ে সামনে।           অবনত হতে থাকা বুকের ভেতর
গর্জে ওঠে
' আ মরি বাংলা ভাষা '....

1 টি মন্তব্য: