লেবেল

রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিষয়ক কবিতা -২০।। এই দেশ এই মাটি— সুধাংশুরঞ্জন সাহা।।Ankurisha।। Bengali poem in literature।।

 





আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিষয়ক কবিতা -২০



এই দেশ এই মাটি 

সুধাংশুরঞ্জন সাহা

এই দেশ...
এই মাটি...
দেশভাগ...
উদ্বাস্তু অনাহারের গ্লানি
শত শত শহীদের রক্তে ভেজা মাটি নিয়ে
দাঁড়িয়ে আছে আজও
দ্বিখন্ডিত বাংলা

যার এক চোখে পদ্মা অন্য চোখে গঙ্গা
মুখে নিয়ে ম্লান হাসি
একুশের রক্ত নিশান নিয়ে ছুটে চলেছে 
পৃথিবীর এপ্রান্ত থেকে ওপ্রান্ত 

আমাদের মাতৃভাষা ছিনিয়ে এনেছে
আন্তর্জাতিক মাতৃভাষার উজ্জ্বলতা
বাংলা ভাষা আজ ছাড়িয়েছে
দুনিয়ার সব বাধাবিঘ্ন সীমা

1 টি মন্তব্য: