স্বামী বিবেকানন্দ বিষয়ক কবিতা -১৮
বিবেকানন্দ
অর্ণব মিত্র
যখন সবাই নিজেকে নিয়ে ব্যস্ত,
যখন যন্ত্রেই চোখ সবার,
যখন আকাশ ছড়ায় যুদ্ধের খবর,
যখন বিনোদনের জোয়ারে মানুষ নিরুপায়,
যখন রোবট সভ্যতার মুখে দাঁড়িয়ে আমরা,
তখন,
রোদে জ্বলা পথে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে
চোখ পড়ে একটি বইয়ের উপর,
ঠাকুমার উপহার দেওয়া সেই
আঁকা ছবিতে ভরা ‘ছোটদের বিবেকানন্দ’।
বইয়ের পাতা ওলটাই
একের পর এক ছবিতে
তোমার জীবন উদ্ভাসিত হয়,
গৃহত্যাগ,শিকাগো যাত্রা,মঠ স্থাপনা।
ছবি সরে সরে যায়,চোখের সামনে
ফিরে আসে বহুবছর আগের সব দৃশ্য।
শেষ পাতায় তোমায় দেখি-
গেরুয়া পরিধান,
উজ্জ্বল দুই চোখ, ধ্যানরত দৃষ্টি,
আশায় আবার মন ভরে ওঠে ।

সুন্দর হয়েছে
উত্তরমুছুন