স্বামী বিবেকানন্দ বিষয়ক কবিতা -১৭
খণ্ডন ভব
অমিতাভ সরকার
বিবেকানন্দ আস্ত একটা পৃথিবী। বইটা
বারবার পড়লেও আরো পড়তে ইচ্ছে করে, ভাবনার নিত্য নতুন দিগন্ত খুলে আসে অনুভবের এত বছর পরে এই অনলাইন ফাইভ-জি প্রযুক্তির যুগেও।
জানতে গিয়েও দেখি তা খুবই সামান্যই।
বিস্ময়ে শুধুই ছবির পাতা উল্টানো।
জীবনের ভুবন বাদ্যকর সম্প্রীতির পাখোয়াজ বাজান নিত্যই। কর্মযোগ আর নিছক দায়িত্ব হয়ে বাঁচে না। পুজো আর কর্ম মোক্ষের এ পিঠ আর ও পিঠ। কথকের 'সংগীত কল্পতরু' দুঃখের ভারতবর্ষের মেঘলা-আকাশে পজিটিভ এনার্জির 'বেনীআসহকলা'। সময়ের সাতরঙা প্রেম মানচিত্র সেই অমোঘ ডাকে ঘুম ভাঙার গান। খুশীর তেরঙ্গা পতাকা এখানে একটা মানুষকে চেনায়।
বিবেকের দরজায় সংগীতগুরু বিবেকানন্দ জোরসে কড়া নাড়েন। অমনি জেগে উঠি। আমি আর আমির মধ্যে পড়ে থাকে না।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন