জীবনবোধের কবিতা —১
জীবনবোধ
অমিত কাশ্যপ
শীত জাঁকিয়ে পড়তে অবনীবাবু কেমন দিশেহারা
বাড়ির দরজা জানালা প্রায়শ বন্ধ
অবসরজীবনের আগেই স্ত্রী ছবি হলেন
একলাটি, মানিয়ে নিলেন প্রতিবেশীদের সঙ্গে
শোক তাপ সবই কি চিরস্থায়ী হয়
দিন চলে নিজের মতো, অবনীবাবুও এগন
সেই দরজাটি যেন সামনে এসে দাঁড়ায়
মাঝে মাঝে স্ত্রীকে স্বপ্নে দেখেন
রাত যেন মস্ত হয়ে ওঠে
হাতের কাছে প্রয়োজনীয় ওষুধ, জল
পাড়ার ক্লাব, প্রতিবেশী, প্রিয়জনেরা বলেন
জীবনবোধ এখনো মুছে যায়নি, আমরা আছি

খুব সুন্দর প্রকাশ।
উত্তরমুছুনখুব সুন্দর
উত্তরমুছুনভালো কবিতা
উত্তরমুছুনসুন্দর হয়েছে
উত্তরমুছুনSundor likhechen
উত্তরমুছুনজীবন বোধ -- নামের কবিতায় কবি অমিত কাশ্যপ কী খেলা খেললেন!🙂
উত্তরমুছুন