লেবেল

বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২

মানবতাবাদী কবিতা —৩৩ ।। আবহাওয়ার সতর্কবার্তা — অমিতাভ সরকার।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 





মানবতাবাদী কবিতা —৩৩



আবহাওয়ার সতর্কবার্তা


অমিতাভ সরকার 




গভীর অন্তর্জাল। 

ভোরের নির্মেদ আকাশেও
যাপনার লোভ-সংপৃক্ত মেঘ।

অজ্ঞতার কুয়াশায় সম্মুখের পথ এখনও দৃষ্টির অনেকখানিই অগোচরে।

বেলা পড়িয়া আসিল। 

মনের প্রকৃতি,স্বরূপ বাহির হইতে দৃষ্ট হয় না।

সমাজ আপনার স্বার্থে নিয়ম রচনা করিয়াছে। 
আমরা তাহার আজ্ঞাবহ ক্রীতদাস হইয়া আজীবন কালপাত করিতেছি।

মুঠোফোনের মুঠোবিন্দুতে চেতনার স্বাভাবিক অন্তর্দৃষ্টি ক্ষীণ হইতে ক্ষীণতর হইয়া নামিল।

প্রস্তরখণ্ড কথা কহিতে পারে না।
মৌনং সম্মতি লক্ষ্মণম্।

জীবনের মৃত্যু ঘটিবে, কষ্টেরও অন্ত হইবে,
কিন্তু সংস্কার!

তাহার সহস্র বৎসরের জমিদারিতে আজও বিজ্ঞান সাম্রাজ্যবিস্তার করিতে পারিল না।

আমরা শিক্ষিত হইলাম, ডিগ্রি লাভ করিলাম, অথচ যাহাদের সাহচর্য ব্যতীত আমাদের অস্তিত্বরক্ষাই অসম্ভব, সেই নিকটস্থ প্রতিবেশী মনুষ্যদিগকেই মনুষ্য বলিয়া ভাবিতে, বুঝিতে বা চিন্তা করিতে শিখিলাম না।

আদিমতার গহন অরণ্যে আমিত্বের  অন্তর্জলিযাত্রা। স্বার্থপররা স্বার্থত্যাগীদের কোনোদিনই চিনিবে না।

অতএব, যৎপরোনাস্তি;
প্রশিক্ষিত পরিযায়ী পাখির যৎসামান্য স্তোক বাক্যই সম্বল। তাহাতেই প্রচারের টি আর পি মারিয়া শারাপোভারও অধিক উচ্চে। 


নেশা আর কাটিল না!





1 টি মন্তব্য: