লেবেল

শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২

জীবনবোধের কবিতা -২।। নিষ্ঠাবান — তৈমুর খান।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 




জীবনবোধের কবিতা -২




নিষ্ঠাবান 

  তৈমুর খান 


আমি নিষ্ঠাবান, থেকে থেকে ভেঙে যাচ্ছি

দুপুরের রোদে 

ঘামে ভিজে কর্তব্যের কাছে নুয়ে পড়ছি 

কে আর বিষাদ দেবে আমাকে ? 

সব খালবিল পার হয়ে উড়ে যাচ্ছে ধূসর বক  

ছায়াশরীরে রোদ মেখে উনুন জ্বেলেছে মেঘ  

এখন তার ভাত ফোটার সময়  


তুমি ব্যালকনিতে বসে নতুন সিনেমায় চলে গেছ     

 কার হৃদয় কে নিয়ে যায় তার হিসেব জান না   

বেশ পরিপাটি চুল, এলোমেলো শাড়ি 

বুকের উঠোনে কৃষ্ণচূড়া ঘুম ভেঙে জেগে আছে 

 

এই সৌজন্যের দেশে প্রেমের কি অন্যকোনও ভাষা আছে?

কথা হল নাকো আর তোমার সঙ্গে বিকেলের চা খেতে খেতে 

রোদের কাছে পড়ে থাকলাম সব হৃদয় বিক্রি করে...


২টি মন্তব্য: