সুকান্ত স্মরণে শ্রদ্ধাঞ্জলি
শ্রীমন্ত দাস
ফিরে এসো
আজ তোমার প্রয়াণ দিবসে
মনে আসে কত স্মৃতি,
হে সুকান্ত বিপ্লবী কবি
তুমি ছিলে মহামতি।
কলকাতার কালীঘাটে
জন্ম তুমি নিলে,
তেরোই মে উনিশশো ছাব্বিশ
বাংলা মায়ের কোলে।
ভারত তখন পরাধীন আর
দেশে ব্রিটিশ সরকার,
তাঁবেদারিতে লিপ্ত অনেক
দেশীয় মালিক ও জমিদার।
গরীব মেরে কাছারি গরম
চলছে দিনে দিনে,
সরকার ও ভূস্বামীরা শাসন
শোষন করছে নির্বিঘ্নে।
বয়স যখন আট কি নয়
গর্জালো লেখনী,
লিখলে প্রতিবাদের ভাষা
আমৃত্যু থামো নি।
লিখলে তুমি সমাজবাদ আর মেহনতীদের কথা,
"রানার" আজও ভাবিয়ে তোলে
অভাব ও ত্যাগের ব্যথা।
"আঠারো বছর","দেশলাই কাঠি"
জাগায় শিহরণ,
বিপ্লবীরা আজো করে চলে
তোমায় অনুসরণ।
একুশ বছরে বিদায় নিলে
ক্ষুধার রাজ্য ছেড়ে,
জানো? আজও পৃথিবী গদ্যময়!
কত অভাজন সামিল এখন
ভুখা মিছিলের ভীড়ে।
কেন ছেড়ে গেলে ওগো প্রানপ্রিয়
বলো তুমি একবার,
তোমার অভাবে আজও থেকে গেছে
গরীবের হাহাকার।
এখনও মালিকের রক্ত আঁখিতে
ক্রোধের আগুন ঝরে,
আক্রোশে তার কেউ জেলে যায়
কেউ পড়ে পড়ে মরে।
প্রিয়াকে যারা কেড়েছিল আর
ভেঙেছিল ঘরবাড়ি,
হিসাব নেবে না, পথের দিশারী?
ফিরে এসো তাড়াতাড়ি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন