লেবেল

শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২

শুধু কবিতায়... অমর একুশে -২৯।। দীনেশ সরকার।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 



অমর একুশে -২৯

দীনেশ সরকার




বাংলা আমার প্রাণের ভাষা


             
যে ভাষাতে কাঁদি-হাসি যে ভাষায় গাই গান,
যে ভাষাতে বলতে কথা প্রাণ করে আনচান,
সেই তো মায়ের মধুর ভাষা আমার মাতৃভাষা
আ-মরি সেই বাংলা ভাষা, আমার ভালোবাসা।

এই ভাষাতেই মাঝি-মাল্লার গায় যে ভাটিয়ালি
এই ভাষাতে বাউল-ফকির ভরায় মনের ডালি।
বাংলা ভাষার সাধনাতে নোবেল পেলেন রবি
বিশ্ব মাঝে স্বীকৃতি তার, হলেন বিশ্বকবি।

উচ্চশিক্ষা কর্মসূত্রে শিখি ভাষা কত
ভিন্‌-ভাষাতে বলতে যে হয় কথা অবিরত।
ঘরে ফিরে মাতৃভাষায় মনের আগল খুলি
শান্তি-সুধায় দেয় ভরিয়ে বাংলা ভাষার বুলি।

বাংলা ভাষার আঁচল ভরা শত-সহস্র ফুল
সুনীল-শক্তি, জসিম-শামসুর, রবীন্দ্র আর নজরুল।
হাজার-হাজার লেখনীতে সমৃদ্ধ এই ভাষা
বাংলা আমার প্রাণের ভাষা, আমার ভালোবাসা।








কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন