জায়মান জীবন -৩৪
স্মৃতি শেখর মিত্র
জায়মান জীবন
সারাটা জীবন তুমি লুকিয়ে গেলে
নিজেকে নিজের কাছেই লুকিয়ে গেলে
ভালোবসার মানুষজন থেকে দূরে সরে
গেলে, দৃশ্যমানতা থেকে দূরে সরে গেলে
কোন এক নীহারিকা পুঞ্জের মাঝে।
যাবতীয় সম্পর্কের থেকে, প্রিয়জনদের থেকে, না পাওয়া অনেক আনন্দ থেকে
ভয় মিশ্রিত এক ভবিষ্যতের পথ ধরে।
কিঞ্চিৎ আসক্তিমাখা দূরভাষ থেকে
ভেসে আসা কণ্ঠস্বরকে এড়িয়ে গেলে।
জীবনের সাথে এক নিষ্ঠুর খেলায়
মেতে চলেছে তোমার জায়মান জীবন
গভীর এক শূন্যতার গর্ভে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন