হেমন্তের সকাল -১৩
গোবিন্দ মোদক
হেমন্তের ভোর
এসে যায় অঘ্রাণ— হিম হিম হেমন্তের ভোর,
ঝরে মিহি কুয়াশা ঘাসের চোখেতে ঘুমঘোর।
মায়াময় স্নিগ্ধতা নিয়ে — সবুজ ধানের ক্ষেত,
রূপালী শিশির মাখে গায়ে -- বাঁশবন ও বেত।
প্রথম রোদের বর্ণচ্ছটায় প্রকৃতি করে ঝলমল,
আঘায়ণী পুকুর জুড়ে -জল করে টলমল।
সোনালি ফসলেতে ভরা —দূরের ওই যে মাঠ,
পাখ-পাখালি ডাকে সুরে প্রকৃতি সৌন্দর্যের হাট।
শরৎ ও শীত ঋতুর মাঝে —হেমন্ত খুব অল্প,
ছাতিম ফুল ডেকে শোনায় হলুদ গাঁদাকে গল্প।
হালকা শীতের ছোঁয়া ভোরবেলা খেজুরের রসে,
দোপাটি, টগর, জবা — রঙ মেলে তারা বসে।
নিঃসীম নীলিমায় — ডাক দেয় শূন্যতার-ই গান,
হিমেল কুয়াশাতে মাখা—ভোরের এই অঘ্রাণ।।
খুব সুন্দর হয়েছে আপনার কবিতা। চমৎকার।
উত্তরমুছুন