লেবেল

বুধবার, ২৭ অক্টোবর, ২০২১

শুধু কবিতায়...আলোর- উৎসব -২৫।। সুবীর ঘোষ।। Ankurisha ।। E.Magazine ।। Bengali poem in literature ।।

 




আলোর- উৎসব -২৫

সুবীর ঘোষ





আলোক উৎসব


 

.

আজকে ধরণী আঁধারে গঠিত, অমানিশা আনে ভয়

আঁধারের আছে বিস্তারি রূপ চরাচর জুড়ে নিগূঢ় সময়।

এসেছে আবার বঙ্গজীবনে আলোকোৎসব রাত

ছাতিমের ফুলে গন্ধ ছড়ানো প্রকৃতিতে মৌতাত।

 

আলোকমালায় সাজে লোকালয়, সাজে আকাশের শততারাদল

তারাবাজি ধরা  কিশোর-কিশোরী, খুশি ছুঁয়ে যায় বেবাক অতল।

দীপাবলি রাতে ক্ষেতে হেমন্তে ফসল ভিজছে শিশিরে

গলা ছেড়ে চলো গান ধরা যাক্, আলোকে ভরুক দশ দিশি রে।

 

 

 



 

 ২.


আলো অনেক ছিল একদা, পুরোনো কালের সংগৃহীত

দীপ্তি কিছু কম হয়নি, বয়স হলেও

তারা যেন সঙ্গে থাকে, হঠাৎ হঠাৎ জ্বলেও ওঠে

চোখের বাতি— মাথার ভেতর আলো দেবার সতর্কতায়।

সেই আলোদের দেখা পেলেই

আমার মধ্যে আলোকোৎসব — আঁধার কাটে বিধিমতন।

বহির্জগৎ আলোয় ভাসে, আকাশ থেকে জ্যোৎস্না গড়ায়

দীপাবলির অমানিশাও দীপের আলোয় পাহারা দেয়।

আলো আমায় স্মরণ করায় আমাদের সেই গোপন কলাপ

আসতে যেতে দু’দিকেরই অন্ধকারের স্তর আলাদা

আলোয় ভাসছে জগৎ যখন  মনের কেন্দ্রে অষ্টপ্রহর।











কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন