রবিবাসরীয় বিভাগ
আজকের গল্প
নবমী নিশি রে
মুক্তি দাশ
ভোররাতেও বাড়ি ফিরল না শিবানী।
একরাশ উদ্বেগ নিয়ে সারারাত ঠায় জেগে রইলেন মেনকাদেবী।ঘরময় অস্ থির পায়চারি। একা মেয়েমানুষ তিনি। শিবানীর বাবা আজ বেঁচেবর্তে থাকলে হয়তো তাঁর এই দুশ্চিন্তা একটা নির্ভরযোগ্য আশ্রয় পেত। পুজো দেখতে বেরিয়ে কোথায় যে গেল মেয়েটা! এতক্ষণে তো এসে পড়ার কথা।
আজ নবমীর ভারাক্রান্ত রাত। রাত পোহালেই কৈলাসে ফিরে যাবে উমা। পাড়ার পুজোর প্যান্ডেল থে কে মাইকে করুণ সুরে গান বাজছে, 'নবমী নিশি রে... '
পরেরদিন ঠাকুর ভাসান দিতে এসে ন দীর পাড়ে একটা ঘন ঝোপের আড়ালে জল আর বালিতে মাখামাখি অবস্থায় শিবানীর প্রায়নগ্ন প্রাণহীন নিথর দেহটা পড়ে থাকতে দেখল মা নুষজন।কয়েকটা অসুরে মিলে খুবলে খুবলে খেয়েছে তার দেহ।আজ বিজয়াদশমী। অসুরনিধন পর্ব সমাপ্ত।
দু'বছর আগের মেয়ের মৃত্যুর মর্ মান্তিক দৃশ্যটা আজ আবার একবার চোখের সামনে ভেসে উঠ ল মেনকাদেবীর।চোখের জল মুছে নি য়ে অস্ফুটে বিড়বিড় করে শুধু বল লেন, 'আমার শিবানী তো আসলে উমা-ই!'
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন