লেবেল

শনিবার, ২৩ অক্টোবর, ২০২১

শুধু কবিতায়...আলোর - উৎসব -১৫।। দেবাশীষ মুখোপাধ্যায়।। Ankurisha ।। E.Magazine ।। Bengali poem in literature ।।




আলোর - উৎসব -১৫

দেবাশীষ মুখোপাধ্যায়



 ১.
হারানো সুর
 
ভালোবাসার লালনে নীরবতা বাঙ্ময়
উজ্জ্বল আলোর নীচে যে অন্ধকার
তা বুকের যাপনে বাসা বাঁধে অহর্নিশ
শব্দরা ব্যাকুল করে তুললে ভালোবাসা প্রপর্ণ

নরম রোদের বুকে শালিকটা
মনখারাপের গান গেয়ে যায় সকাল সাঁঝ 
কাকের কা কা খান খান করে দেয় 
নীরবতার সুডৌল বুক
প্রশ্নরা প্রসব বেদনায় কাতর
তাহলে কি বৃথা ব্যয় হলো সব
আলোর গান তবে কি শুধুই পরিযায়ী...







২.
ভেজা ভেজা আলো চেয়ে থাকে শুধু


হৃদয়টাকে ছোঁও
পবিত্র হও
দ্যাখো কতো আলো সেখানে...

শরীর তো শুধু মলাট
তার নীচের রহস্যে যাও
বুকের খাঁচার নীচের ক্ষেত্রফলেই
জীবন ভরো প্রীয়মান
দ্যাখো কতো আলো সেখানে...

পবিত্র স্পর্শ নাও জীবনের
আলো জ্বলুক ঘরে ঘরে
নিভন্ত উনুনে...
সাদা ভাতের গন্ধে...
শিশুর ফোকলা দাঁতে...
কিশোরীর ছেঁড়া ফ্রকের যাপনে...

আলো জ্বালো
জ্বালো আলো সন্নিকর্ষে  
ভরিয়ে দাও সংহৃষ্ট সবুজ জ্যোৎস্নায়
দীপাবলি খেলুক সবাকার দুয়ায়ের আলপনায়...








কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন