আলোর উৎসব -৩০
রমলা মুখার্জী
১.
চেতন চেরাগ
অমল আলোয় ভুবন ভরুক
কালিমা কলুষ দূর-
জগতের তামস তিমির কেটে
বাজুক মধুর সুর।
দীপমালায় সাজুক ধরণী
শোক তাপ হোক শেষ-
মুছে যাক ভেদাভেদ গ্লানি
সব সন্ত্রাস ক্লেশ।
চিত্ত-চেতনে জ্বালিয়ে চেরাগ
তোমাকে করি মা বরণ-
আল্লা-কালি এক হয়ে হৃদে
ফুটুক রাঙা দু-চরণ।
যাদের ঘরেতে নিভেছে বাতি
জ্বলে নি কোনো আলো-
আবার সবাই ফিরুক আলোয়
প্রতি ঘরে দীপ জ্বালো।
ঝুপড়ি ইমারত আলোময় হোক
সম্প্রীতির গাই গান-
নব চেতনার দীপ্ত আলোকে
অধর্মের অবসান।
শুভ দীপাবলী সার্থক হবে
সমতার রাঙা আলোয়-
হিংসা-দ্বেষ-হানাহানি শেষে
মুছবো বিভেদ কালোয়।
২.
সম্প্রীতির আলো
মোমের আলো জ্বালবো না মা
জ্বালবো তা মনের অন্দরে-
মোমের আলো গলে নিভে যাবে,
নেভে না আলো যে অন্তরে।
কি কাজ ধূপ দীপের আলোতে
যদি মনেতে ঘনায় আঁধার-
প্রেমের প্রদীপে মানুষে মানুষে
বাজুক প্রীতির সেতার।
ধর্মে ধর্মে লড়াইয়ের মাঝে
দীপালী ছড়াক তাপ-
উড়ে যাক যত নাশকতা দ্বেষ
দীনতা, ক্লীবতা, পাপ।
শুভ দীপাবলীর মনন-মন্ত্রে
মানুষ বাড়াক হাত-
সেই হাতে হাত রাখুক মানুষ
মানবতাই এক জাত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন