।। প্রতিদিন বিভাগ।।
।। জানুয়ারি সংখ্যা।।
।। দীর্ঘ কবিতা (উন্মুক্ত) -১৬।।
অপেক্ষায়
বিশ্বনাথ গঙ্গোপাধ্যায়ের
এক অক্ষর খুঁজে খুঁজে
অন্ধ অন্ধকার পেল
এক অক্ষর খুঁজে খুঁজে
চক্ষুষ্মান চোখ বদলালো
এক অক্ষর। খুঁজে খুঁজে
শকুন ভাগাড়ে কলম্বাস
এক অক্ষর খুঁজে খুঁজে
বার-এ্যট-ল স্বদেশী হয়ে গেল
কত যুগ ধরে এরা খেলেই চলেছে
অক্ষরের খেলা
প্রহর থেকে প্রহর অক্ষর পাল্টেছে
একই অক্ষর সময়ের অযুত প্যাঁচেতে
প্যাঁচালো হয়েছে
সরমার লাখো ছেলে স্যুটেড - বুটেড হয়ে
ভ্যাবাচ্যাকা জাতক্যালা হাঁদারাম ন্যাড়ানেড়ী ধরে- ধরে
--- ব্ল্যাকবোর্ডে একটু একটু করে লিখে গেছে
--- দুনিয়ার ঢ্যামনা এক হও ।
আর হাঁদাগুলো ভেড়ার পালের মতো
জেনে - নাজেনে অক্ষরের গাড্ডাকে জীবন ভেবেছে -- একেরপর এক ঘামরক্তশ্বাস নিয়ে
গুহার আঁধারকে আলোয় যাবার পথ ভেবে
অচিন উপত্যকায় আগ্নেয়শিলা হয়ে আছে
গভীর বিকেল শেষ , গোধূলি নেমেছে
ঈশ্বরের পৃথিবীতে স্বর্গ- নরক হাত বদলায়
ডাও-জোনস নিফটির ব্যগ্র বুলেটিনে
অক্ষরপর্ব শেষ , কিছু পড়ে নেই --
ক্ষুদিরাম-কানাইলাল-বিনয়-বাদল- দীনেশ
অক্ষরের চাকায় নাম পাল্টে পাল্টে
বেওয়ারিশ মুর্দা লাসকাটাঘরে
প্রতিটি অক্ষর তার কাজ সঠিক করেছে
তৃপ্ত নেতা ময়দানের ধুতিপাঞ্জাবি ফেলে
কোট-প্যান্ট পরে
শয়তান বলে দেবে : এর পরে কি
দেশের মাথামুন্ডুধড় অপেক্ষায় আছে ---
এখন ডিনারে যেতে হবে ।।
পড়লাম। ভালো লাগলো।
উত্তরমুছুন