আলোর- উৎসব -১৩
রঞ্জন ভট্টাচার্য
১.
আশার আলো
দিন যায় রাত আসে
হয় গাঢ় অন্ধকার
স্বপ্ন আসে ভেঙে যায়
মনে বাঙবার।
অমাবস্যার নিকষ কালো
দূর করে দেয় মনের আলো
ভোরের আকাশ দেখার আশায়
নতুন করে স্বপ্ন জ্বালো।
অসীম আকাশ খোলা বাতাস
ভয় কী রে তোর মিছেই ভেবে
আজ নয় কাল ঊষার আলো
তোদের মন উঠবে জেগে।
২.
স্ফুরণ
তোমার সোনার প্রদীপ দুটি
উজ্জ্বল নক্ষত্র যেন
বিকিরিত আলোর বিচ্ছুরণ
যেখানে মাথানত হয়
হৃদয়ে জাগে অবিরাম স্ফুরণ!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন