আলোর - উৎসব - ১২
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়
১.
শ্যাওলার আলো
পাঁচিল তুলেছি চারপাশে
নিরাপদ জীবন যাপনে
এতটুকু উদ্বেগ রাখিনি কোথাও।
চারপাশ সুরক্ষিত হলে
বেঁচে থাকা আরামদায়ক;
ভিখিরি আর ভবঘুরে
এ শহরে বেড়ে যাচ্ছে খুব;
ছাগল কুকুরের সঙ্গে বেশ কিছু চোর।
পাঁচিল তুলেছি বলে ইদানীং
লক্ষ করে দেখি
আলো এসে জমে জমে পাঁচিলের গায়ে
জমেছে শ্যাওলার আলো
শতাব্দী প্রাচীন।
২.
চামড়ায় আলোর স্বাদ
আলো জ্বেলে বসে আছি ঘরে
অনেক আলোর কারিকুরি;
বৈদ্যুতিন আলোর কৌশলে
চামড়ার ওপরে ক্ষত
ক্রমে বেড়ে চলে।
অন্ধকার মর্মের গভীরে
আলোর শুশ্রূষা চলে আজও
একা একা উপশম কেঁদে কেঁদে মরে।
আলোর ম্যাজিক জানে যারা
তারা আজ অমানিশা আলোর গভীরে লীন হয়ে তন্ত্র মন্ত্রে
শিখণ্ডী সাধক।
আলোর পোশাক পরে
অন্ধকারে ঘোরে ফেরে
অন্ধ মেকানিক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন