প্রেমের কবিতা - ৩৯
জয়শ্রী সরকার
১.
অ্যাসিমিলেশন
তোমার কাছে আমার অনেক কর্জ আছে
ধার না শোধা আমার ধাতে সয় না যে
আমার কাছেও তোমার বুঝি ঋণ যে অনেক
ঋষির মতোই বললে তুমি নীরব-ধ্যানে!
পেরিয়ে পাহাড় ঔদার্য্যের সিঁড়ি যত
এক নিমেষে পৌঁছে দিলে ...
সত্য-শিবম্ - সুন্দরম্-এ!
২.
সম্পর্ক
সেদিন সাদা মলাটের ঘেরা টোপে
তোমার কবিতার বাগানের
সর্বশেষ সৃজিত ফুলটা উপহার দিয়ে গেলে;
তখনোও বুঝিনি—
প্রতিটা পাপড়িতে এত প্রেম , এত বঞ্চনা ;
এত মমতা, এত বিতৃষ্ণা;
এত কর্তব্য , এত অবহেলা; এত হাতছানি, এত হাহাকার
কেমন যেন জীবন-মৃত্যুর মাঝখানে লেপটে আছে !
তবে কী বিবাহিত জীবনের
গাঢ় সম্পর্কের গভীরেও
সরীসৃপের মতো হেঁটে চলে
আরো একটা সম্পর্ক,
অ-কবির ভাষায় যাকে বলা যায় —
বণিকের!
আরও পড়ুন 👇🏾👇🏾
*প্রেমের কবিতা পর্ব-৩৮*
*আজকের কবি*
সঞ্জয় মুখোপাধ্যায় 💕
https://wwwankurisha.blogspot.com/2021/09/ankurisha-emagazine-bengali-poem-in_2.html
সম্পর্ক দারুণ লাগলো।
উত্তরমুছুনদুটি কবিতাই সুখপাঠ্য। দ্বিতীয় কবিতা সম্পর্ক খুব সুন্দর।
উত্তরমুছুনঅনেক অনেক শুভেচ্ছা রইলো কবি।