প্রেমের কবিতা —৩৮
সঞ্জয় মুখোপাধ্যায়
একাকার
আমার ছায়ার পথে
মিশে আছে তোমার ইতিহাস
একদিন তুমিও হেঁটেছিলে বৃষ্টি ভেজা রাতে
সেই রাত এখনও তোমার ঠোঁটে লেখা আছে।
তুমি চেষ্টা করেছ, ভেবেছ সব মুছে গেছে
মুছে যায় যেভাবে পর্দার উপর দিয়ে সরে যাওয়া আলোছায়া
সে তো মুহূর্তের খেলা, কিন্তু সব খেলা
শেষ হয় না শেষ হওয়ার পরেও
এখন জাতিস্মর ভেবে নিতে পারো
তোমার আমার জন্য অপেক্ষায় ছিল সারাদিন
দুয়ারে দাঁড় করিয়ে রেখেও আমরা দুজনেই উঠি নি
গাড়ি ছেড়ে চলে গেছে এখন অনেকদূর
তবুও সেখানে একটা আসন আমার পাশেই ছিল
এখনও সেটা আছে , যেভাবে থাকবে আরো কিছুদিন
তারপর হয়ত আর আমিই থাকব না
থাকবে না আমার ছায়া, জলাভূমি, জন্মাবে না কোনো বীজ
থাকবে না তোমার সাথে মিশে যাওয়া সেই পথ।
তবুও তুমি থাকবে
আমার চিতার ভস্মে ছাইচাপা 'তুমি ' হয়ে।
আরও পড়ুন 👇🏾👇🏾
আজকের পর্ব-২৪
*ধারাবাহিক ভ্রমণ কথা*
পৃথিবীর উল্টো পিঠ
বিশ্বেশ্বর রায়
📊📈🚀🛬🛩️✈️🛳️⛵
https://wwwankurisha.blogspot.com/2021/09/ankurisha-emagazine-bengali-poem-in_1.html
বেশ ভালো লাগলো
উত্তরমুছুনঅনন্য প্রকাশ। সুন্দর সৃষ্টি। ভালো কবিতা।
উত্তরমুছুন