লেবেল

রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১

প্রেমের কবিতা -৪৭।। রঞ্জন ভট্টাচার্য।।Ankurisha ।।E.Magazine ।।Bengali Poem in literature ।।

 




প্রেমের কবিতা -৪৭

রঞ্জন ভট্টাচার্য





মন চোর


নাভিরন্ধ্র থেকে উত্থিত তাপ

           উষ্ণ প্রস্রবন 

ভেজাই যতোই হয়  না ঠান্ডা

         কী যে জ্বালাতন!


ইতিউতি করে নিশিত রাত্রি 

         চলেছে নিগূঢ় খেলা 

শীতল হলেই ছাড়া পাওয়া যাবে 

         হয়তো শেষের বেলা।


কুহু কুহু ডাকে অচেতন মন

         সুরের মাধুরী মেলে 

শেষ হয়ে তবু হলো না তা

         কোন পথে নিয়ে গেলে?


উরসে বাঁধে সে অটুট বাঁধন

        জড়ায়ে আঁচলে তাকে

 হৃদয়ে কি বাঁধে জীবন প্রাতে 

       ভালোবেসেছিলে  যাকে?


বাঁধন যার অটুট হবে   

      সেইতো জীবন সাথী 

বহু ভাবাবেগে ভাবের আবেগে 

      কেটে যায় সেই রাতি।


 মনের হর্ষে চলেছি বর্ষ

     ব্যাপিয়া জীবন ভর 

তুই চলে যা আড়ি তোর সাথে

     ওরে ব্যাটা মনচোর।









আরও পড়ুন 👇🏾👇🏾


*রবিবাসরীয় বিভাগ* 

 *আজকের গল্প* 


 *কুলপিদিম  -অজিত বাইরী* 


🔥🔥🔥🔥🔥🔥

https://wwwankurisha.blogspot.com/2021/09/ankurisha-emagazine-bengali-poem-in_71.html


1 টি মন্তব্য: