প্রেমের কবিতা - ৩৬
জয়ন্ত চট্টোপাধ্যায়
১.
অপেক্ষার কাছে
যে পথে হেঁটে গ্যাছো কুয়াশাবাগিচায় ফুলেল উজ্জ্বল
কথা শুনে বাঁশপাতা পাখির উল্লাস উদ্দাম তারানা হইহই
প্রজাপতি দোহারের ডানা ঝিলমিল কী পুলক বাঁধ ভাঙে
বাতাসে কী মধুগন্ধ লঘুমেঘে লুকোচুরি চাঁদ ঠিকানা লুকোয়
সন্ধ্যাতারার ঝিকমিক উজ্জ্বল প্রত্যয়
হয়তো কখনো আরব্যরজনী থেকে পোষা দৈত্য এসে বলবে,
কী হুকুম আকা? আমি হাজির মুশকিল আসান!
না বলা কথা বলে দেওয়াও কি সম্ভব,হে ইচ্ছাপূরণ দিন
বা গোধূলিছোঁয়া রাত?
তুমি সেই অসম্ভব সরণিতে কুয়াশা,ফুল,পাখি,প্রজাপতি,সন্ধ্
২.
সেই ছবি
অসম্ভব জানালার দিকে যে কিশোর করুণ উদাস
বটফল পাখি পাতা বাতাসের সংহতি সে দেখে না
কতটা সূর্য আর কতগুলো চাঁদ রামকিংকর হাত
অমিয় ভাস্কর্য তাও সে দেখেনি অরণিসম্ভব
একটি সাদামাঠা বাতায়নে কোন বাগিচা সাজানো
পাপচক্ষু তার রহস্য বোঝেনি অভঙ্গুর পবিত্র শব্দ
ঈর্ষণীয় দৃঢ়তায় নন্দনতত্ত্ব ছেনে খায়
সাদা পাতার বর্ণিল জলছবি বেঁধে রেখে দ্যাখো
জঞ্জাল জমিতে কিছু প্রাণবন্ত গোলাপ ফুটেছে
আরও পড়ুন 👇🏾👇🏾
*প্রেমের কবিতা পর্ব-৩১*
আজকের কবি
অলোক চট্টোপাধ্যায়
http://wwwankurisha.blogspot.com/2021/08/ankurisha-emagazine-bengali-poem-in_46.html
দুটো কবিতাই অসাধারণ।
উত্তরমুছুনআন্তরিক ধন্যবাদ।
মুছুনঅতি সুন্দর দুটি কবিতা। ❤️
উত্তরমুছুনধন্যবাদ ও শুভকামনা।
মুছুনঅসাধারণ বললেও কম বলা হবে।মুগ্ধ হলাম।
উত্তরমুছুনআন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই।
মুছুনখুব ভালো লাগলো।
উত্তরমুছুনআন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রাখি।
মুছুনধন্যবাদ অঙ্কুরীশার সম্পাদকসহ সব বন্ধুকে।
উত্তরমুছুন