লেবেল

শুক্রবার, ২০ আগস্ট, ২০২১

প্রেমের কবিতা -১৬ ।। পাপড়ি ভট্টাচার্য।। Ankurisha ।। E.Magazine ।। Bengali poem in literature ।।

 




প্রেমের কবিতা -১৬


পাপড়ি ভট্টাচার্য



১.

ভাঙা-গড়া


ঝড় থেমে গেলে মন হৃদয়ের মাঝখানে
কম্পন তোলে মননে আইভরি রঙের চাঁদ
হাওয়ার গভীরে ঝাউপাতা কত কি বলে
ভাঙা সুর নিয়ে আলোকিত জানালায়
সঙ্গীত এসে কিছুক্ষন থমকে দাঁড়ায়।
হৃদস্পন্দনে নিরন্তর শব্দ ওঠে টিক টিক
অচেনা স্টেশনে ফেলে আসা পুঁটুলি
জেগে থাকে স্মৃতির দুঃখ তলে
চোখের চারপাশে ফ্রেমবন্দী ঐ মুখ
চারদেওয়াল ঘিরে ফিরে ফিরে আসে।
আমি বেরোতে চাইনা তাই পারিনা
শান্ত বসে থাকি,চরাচরে রাত্রি নামে
ভাললাগা,নক্ষত্র শরীর থেকে চুঁইয়ে পরে
জ্যোস্নার কোলে

ভালোবাসার বাড়ি গড়ে ওঠে সোনার মেঘে।





২.
ইচ্ছে ডানা 

দুটো ছাদ থেকে এক ই চাঁদ দেখি অসম্ভব ভালো লাগা ছুঁয়ে থাকে
তৈরি হলো আচেনা এক ইচ্ছে ডানা।

লোডশেডিংএর রাতে গরমে কস্ট হলে
দুজনে ছাদের কার্নিশে জোৎস্না মাখি
শীতল চন্দন অনুভব শিহরণ আনলে অতীত আ্যলবাম খুলে যায়--
পাতা ওল্টাতে ওল্টাতে মুঠোফোনে
বেজে ওঠে সহস্র রাগিনী।
দূর আকাশে ভিজে যায় চাঁদ আর
ফোঁটা ফোঁটা অশ্রু ঝরে পড়ে।

ইচ্ছে ডানায় বসে অন্বেষণে থাকি আমরা।   











আরও পড়ুন👇🏾👇🏾

ধারাবাহিকভ্রমণকথা(পর্ব-২২)

পৃথিবীর উল্টো পিঠ
     বিশ্বেশ্বর রায়



https://wwwankurisha.blogspot.com/2021/08/ankurisha-emagazine-bengali-poem-in_85.html





 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন