লেবেল

রবিবার, ২২ আগস্ট, ২০২১

প্রেমের কবিতা-২০।। বিশ্বেশ্বর রায় ।। Ankurisha ।। E.Magazine ।। Bengali poem in literature ।।

 



প্রেমের কবিতা-২০

বিশ্বেশ্বর রায় 

           

     

স্বপ্ন-তরী  

দুয়ার আমার খোলাই যখন খুশি এসো,

অনিচ্ছাতেই না হয় একটুখানি হেসো।

ঘেন্না করার আগে একটু ভালোবেসো।

দুয়ার আমার খোলাই ভুলেই না হয় এসো ।


নাই বা তুমি এলে থাকলে দূরে দূরে,

নীরব তোমার বাঁশি বেজে উঠুক সুরে।

চৈতি হাওয়ায় ভেসে বেড়াক ঘুরে ঘুরে।

নাই বা তুমি এলে আছো তো অন্তরে।


যখন সাঁঝের বেলা জ্বালাবে দীপখানি,

শান্ত মৃদু বায়ে আঁচলখানি টানি 

রাখবে আড়াল ঘিরে শিখার দোলদোলানি।

যখন সাঁঝের বেলা বাজবে শঙ্খধ্বনি।


হয়তো সেদিন ছিল আকাশ ভরা তারা,

চাঁদের সুধা মাখা কোমল আলোকধারা

মোমের মতন গলে বিবশ আত্মহারা।

হয়তো সেদিন ছিল বাতাস ছন্নছাড়া।


হয়তো বৃষ্টিধারায় নিভেছে সব বাতি,

বৃক্ষ-লতার শিরে ঝড়ের মাতামাতি।

তোমার অভিসারে আঁধার-ঘেরা রাতি।

হয়তো বৃষ্টিধারায় নেই পথে কেউ সাথী।


এ সব জানি আমার কল্পলোকের চাওয়া,

একলা বিজন ঘরে রঙের মায়ায় ছাওয়া।

অট্টহাস্য করে মুক্ত দামাল হাওয়া।

এ সব জানি আমার স্বপ্নে তরী বাওয়া।



                   


     

আরও পড়ুন 👇🏾👇🏾

🌙আজ রাখি পূর্ণিমা 🍁


অঙ্কুরীশা-য় প্রকাশিত হলো 

---------------------------------------

রাখিবন্ধন উৎসব কবিতা সংখ্যা 👩‍👩‍👧‍👧



https://wwwankurisha.blogspot.com/2021/08/ankurisha-emagazine-bengali-poem-in_21.html

1 টি মন্তব্য: