লেবেল

বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১

দুঃসময়ের কবিতা -৪।। দুর্গাদাস মিদ্যা।।Ankurisha ।।E.Magazine ।।Bengali poem in literature ।।

 






দুঃসময়ের কবিতা -৪


দুর্গাদাস মিদ্যা




মৃত্যুর মায়া জালে


     
 বিপন্ন নাবিক যতটা অসহায়

 ততটাই অসহায় মানুষ এই করোনা কালে। 

 মনে হয়  ঘন অন্ধকার ছারখার করে দেয়

আলো। 
      
 যা কিছু ভালো সব তছনছ যেন
       
বিক্ষুব্ধ সাগর জলে  ভেসে চলে
      
 জলযান আপন খেয়ালে। এতো 
      
অসহায় মানুষ হয়নি কোনোদিন
       
 এতো ভয়ে ভয়ে কাটে দিন
        
 নিষেধের বেড়াজালে। 
        
কাছে নেই কেউ
        
ভেঙে যাওয়া ঢেউয়ের মত
         
চূর্ণ বিচূর্ণ।  পরিপূর্ণ জীবনের
         
স্বাদ যেন এক মস্ত অপরাধ
          
মৃত্যুর মায়া জালে। 










লেখা পাঠান



✍️✍ শুরু হলো অঙ্কুরীশা-র দুঃসময়ের কবিতা বিভাগ।🙏🙏

 🙏এই বিভাগে আপনিও আপনার মৌলিক ও অপ্রকাশিত লেখা আজই  পাঠান। 👇👇👇

ankurishapatrika@gmail.com

✍️🙏আপনার এই পাঠানো  লেখাটি অঙ্কুরীশা-য় সম্মানের সাথে প্রকাশিত হবে। 

নমস্কার। 
ভালো থাকুন। 
সুস্থ থাকুন। 

 সম্পাদক 
অঙ্কুরীশা











আরও  পড়ুন 👇👇

https://wwwankurisha.blogspot.com/2021/06/ankurisha-emagazine-bengali-poem-in_36.html





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন