দুঃসময়ের কবিতা -৬
তৈমুর খান
অন্ধকারের দেশে
প্রত্যাশার বাঁশি বাজাতে বাজাতে চলে যাচ্ছি
অন্ধকারের দেশে
আমার নীরবতা ক্ষুণ্ণ করছে হাওয়া
উগ্র কোনো সন্নিধানে থেমে যাচ্ছে প্রেরণা
কী করে কথা হবে ?
মৃত্যু সব নত করে দিচ্ছে
আর কুটিল রাষ্ট্রবাদে ঢুকে যাচ্ছে মানবতা
মিথ্যাকে সত্যি করার আলো
আর মানুষকে পতঙ্গ করার ম্যাজিক
প্রহরগুলি ঝরছে বন্ধ্যার প্রজনন ইচ্ছার মতো
তবুও কাপড় পরে দৈব অভিমান
কার কাছে করছে নালিশ ?
হত্যার ঘোর জুড়ে আতঙ্কের জন্মদিন
উৎসব নেই তবুও উৎসব কার ?
হাঁটছি, যত দ্রুত হাটা যায়
রক্ত লেগে যাচ্ছে প্রত্যাশার সুরে।
আরও পড়ুন👇👇
https://wwwankurisha.blogspot.com/2021/06/ankurisha-emagazine-bengali-poem-in_4.html
লেখা পাঠান
✍️✍শুরু হলো অঙ্কুরীশা-র দুঃসময়ের কবিতা বিভাগ ও গল্প বিভাগ
🙏এই বিভাগে আপনিও আপনার মৌলিক ও অপ্রকাশিত লেখা আজই পাঠান। 👇👇👇
ankurishapatrika@gmail.com
✍️🙏আপনার এই পাঠানো লেখাটি অঙ্কুরীশা-য় সম্মানের সাথে প্রকাশিত হবে।
নমস্কার।
ভালো থাকুন।
সুস্থ থাকুন।
সম্পাদক
অঙ্কুরীশা


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন