আজ ৫ই জুন।।
বিশ্ব পরিবেশ দিবসে শ্রদ্ধা
আরণ্যক বসু
শীর্ষডালে দোলো
( ঘাসে ঘাসে পা ফেলেছি বনের পথে যেতে,
ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে,
ছড়িয়ে আছে আনন্দেরই দান,
বিস্ময়ে তাই জাগে আমার গান।
(গীতবিতান //প্রকৃতি //৮)
একটা লড়াই মৃত্যুমুখী গাছটি তুলে ধরে ,
আগে বাঁচাবো মা-প্রকৃতি আঘাত পাওয়া ঝড়ে।
একটা যুদ্ধ প্রাণবায়ুকে নিবিড় জাগিয়ে রাখা,
ভালোবাসতে জানলে আবার পাতা নাচাবেই শাখা।
একটা লড়াই ভাঙা বাঁধে নতুন করে মাটি,
ঘর খোয়ানো শিশুর মুখে ধরে দুধের বাটি।
একটা যুদ্ধ ধ্বংস শেষে চাঁদের আলো নামায়,
বনদেবতা বিভূতিভূষণ গাছের মরণ থামায়।
এক দঙ্গল দামাল যখন হাসে পলাশ চারায়,
ভালোবাসাই তো গাছ পুঁতে যায় ধুলো-ধোঁয়ার পাড়ায় ।
একটা যুদ্ধ অরণ্যকে শ্যামলিমায় আঁকে ,
বাউল যখন বিকেল বেলায় খেলার মাঠে ডাকে !
শোনো আহ্বান , সাইকেলে ছুট -- ও আকাশ সোনা সোনা...
সুন্দরবন, অ্যামাজনে সবুজের দিন গোনা।
আঁচল ভরা ছোট্টোবেলার জন্য সবার লড়াই ,
জবার ঝোপে টুনটুনি আর কিচিরমিচির চড়াই।
একটা যুদ্ধ ভাতের গন্ধে শালপাতাতে নুন ,
আকাশ জানে জ্যৈষ্ঠ শেষে মৌসুমী নতুন।
একটা লড়াই ঘর বাঁধছে নোনা জলের চরে ,
ছায়া-ঘনানো আষাঢ় নামবে অনেক দিনের পরে !
পাগলাগুলো গাছকে বলে -- শীর্ষডালে দোলো !
সোজা হয়ে দাঁড়াও বন্ধু , ঝড়ের ক্লান্তি ভোলো।
আরও পড়ুন 👇👇
https://wwwankurisha.blogspot.com/2021/06/ankurisha-emagazine-bengali-poem-in_4.html


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন