রবি স্মরণে শ্রদ্ধাঞ্জলি -২৩
বিকাশ দাস
রবীন্দ্রনাথ
বলতে পারো...
কোন বাঙালির হাঁটাচলায় চোখে-মুখে, আপাদ-মস্তকে
পথে-ঘাটে বিপদে-আপদে আসতে-যেতে তর্ক-বিতর্কে
যেখানে নেই রবীন্দ্রনাথ।
বলতে পারো...
কোন বাঙালির হাসি-কান্না, সুখ-দুঃখ গল্প কবিতা গানে
শরীরের স্বর রমণ প্রবণ , নিবিড় উজান সম্পর্কের টানে
যেখানে নেই রবীন্দ্রনাথ ।
বলতে পারো...
বিশ্বদুয়ার আন্তর্জালে নিমজ্জিত আলোর বর্তিকার দর্পণে
প্রকৃতির সংঘাত ধুলো মাটির উড়ু-উড়ু অনুভূতির অর্পণে
যেখানে নেই রবীন্দ্রনাথ।
বলতে পারো...
সভ্যতার সংকটে, নির্বিশেষ সর্বতোমুখী প্রতিভার কিরণে
স্বচ্ছন্দের সংসার সংস্কারের সংস্কৃতির প্রান্তিকের মিলনে
যেখানে নেই রবীন্দ্রনাথ ।
বলতে পারো...
মেঘের উল্লাস বৃষ্টির উল্লাস গাছগাছালির উল্লাস প্রকৃতির মুখে
আকাশ অরণ্য-বুঁদ চাওয়ার নিশ্চুপ ভালোবাসার চিরন্তন সুখে
যেখানে নেই রবীন্দ্রনাথ।
বলতে পারো...
পঁচিশে বৈশাখ আনন্দ উৎসবে, বাইশে শ্রাবণ নীরব শোকে
কল্পনার দু’হাতে ভাগ্যরেখা বাস্তব আঁকা হিজিবিজি স্তবকে
যেখানে নেই রবীন্দ্রনাথ ।
বলতে পারো...
টানাপোড়েন দিনে, পরিশুদ্ধ হতে স্নান সারে রবির করে
একতার সুরে জল পড়ে পাতা নড়ে সৃষ্টি ধরার কণ্ঠভরে
যেখানে নেই রবীন্দ্রনাথ।
বলতে পারো...
কটাক্ষে মরণ,কটাক্ষে জীবন , প্রণয়ের অমৃত সুধা পানে
ছন্দ-ধ্বনি হিল্লোল তুলে কল্লোলে চলে যায় প্রাণের টানে
যেখানে নেই রবীন্দ্রনাথ।
বলতে পারো...
আগুন জ্বলে ছাই হলে অন্তরে শান্তির শিকড় মেলে
সন্ধ্যাবাতির আলোর মহলে চাঁদের জ্যোৎস্না ঢেলে
যেখানে নেই রবীন্দ্রনাথ।
আরও পড়ুন👇👇👇
https://wwwankurisha.blogspot.com/2021/05/ankurisha-emagazine-bengali-poem-in_94.html

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন