লেবেল

শুক্রবার, ৭ মে, ২০২১

রবি স্মরণে শ্রদ্ধাঞ্জলি -২৭। ভবানী প্রসাদ দাশগুপ্ত।। Ankurisha ।। E.Magazine ।। Bengali poem in literature ।।

  







রবি স্মরণে শ্রদ্ধাঞ্জলি -২৭

ভবানী প্রসাদ দাশগুপ্ত





গুরু রবি বন্দনা



আজি হতে সার্ধশতাধিক বছর আগে,

নববর্ষের রুদ্ররাগে পঁচিশে বৈশাখে,

এলেন দেবেন্দ্রের দেবালয়ে পরম সুখে

সুরের  যাদুকর  রূপে এ ধরার  বুকে।

স্বাগত হে কবি প্রকৃতির সুন্দর আলয়ে

সুশিক্ষা সাদরে লভিলে  অন্তর-বলয়ে,

ডুবিলে জ্ঞানসমুদ্রে সৃজিলে ছন্দ লয়ে

সুরে অমৃতধারা ছড়ালে তাপিত হৃদয়ে।

তব চিন্তাচেতনায় অধরা প্রকৃতি খেলে

অদম্য জ্ঞানপিপাসায় সারাবিশ্ব ভ্রমিলে,

জ্ঞানামৃত সুধাপানে তপ্ত হৃদয় জুড়ালে

স্বীয় আত্মা পরমাত্মায় মিলন ঘটালে।

হে কবি-শিরোমণি প্রেমের খনি কবিন্দ্র          

তুমি  সুরের  মায়ায়  সুর-স্রষ্টা  সুরেন্দ্র,

বাণী বন্দনায় ভাবের মূর্চ্ছনায় জিতেন্দ্র         

  ভুবনে বিশ্বকবি নামে নাথ হলে রবীন্দ্র।

বাংলা সাহিত্যে প্রতিক্ষেত্রে তব বিচরণ

কবিতা উপন্যাস নাট্যে অবাধ সন্তরণ,

আবেগের অন্তঃস্থলে জাগালে শিহরণ

আনন্দে  বিমোহিত  পাঠক ভক্তগণ।

বাংলার কবি ধন্য রবি বিশ্ব-সংসারে,

মানুষ পরম শ্রদ্ধাভরে পুজিছে অন্তরে।

আজি এ প্রভাতে শুভ জন্মদিন স্মরণে,

প্রণাম জানাই কবিতীর্থে নত কায়মনে।

   







আরও  পড়ুন 👇👇


https://wwwankurisha.blogspot.com/2021/05/ankurisha-e-magazine-bengali-poem-in.html






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন