কবিতায় রবি স্মরণে শ্রদ্ধাঞ্জলি-১৫
অনিন্দিতা শাসমল
১
তোমাকেই মনে পড়লো
প্রতি মুহূর্তে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে লড়তে, বন্দীদশা শেষে
সতেরো দিন পর ছাদে এসে দাঁড়ালাম।
মৃদু আলোর বন্যায় ভাসছে নির্মল আকাশ ; কী অপূর্ব প্রশান্তি !
আজ কি বৈশাখী পূর্ণিমা ?
জোছনায় জোছনায় আর ভেসে ভেসে বেড়ানো মেঘে মেঘে ,
তোমার মুখটাই দেখতে পেলাম,কবি..
জীবন যখন শুকায়ে যায়...
তুমিই যে বাঁচার মন্ত্র শেখাও ,
তোমার কবিতায় আর গানে গানে।
২.
এই কি কথা ছিল !
জীবন আজ মৃত্যুর কাছে পরাজিত ;
আতঙ্কের প্রহর গুণছে তোমার জন্মমাস।
এই কি কথা ছিল কবি ?
ফুল আর মালা হাতে কত উজ্জ্বল হাসিমুখ,
স্কুলপ্রাঙ্গণে তোমার ছবির সামনে দাঁড়িয়ে ,
সত্যিকারের ঠাকুরপুজো করবে বলে একবছরেরও বেশি অপেক্ষায় !
"আলোকের এই ঝর্ণাধায়ায় ধুইয়ে দাও..."
সুর তুলবে বলে ,নড়বড়ে হারমোনিয়ামটা অপেক্ষায় ছিল...
তার বদলে আবিশ্বে, একটাই সুর ধ্বনিত হয়ে চলেছে..
" না বাঁচাবে আমায় যদি মারবে কেন তবে ?
কিসের তরে এই আয়োজন এমন কলরবে ?
অগ্নিবাণে তূণ যে ভরা,চরণভরে কাঁপে ধরা,
জীবনদাতা মেতেছে যে মরণ - মহোৎসবে।"
এই কি কথা ছিল কবি ?
তোমার জন্মমাসে !
আরও পড়ুন👇👇
https://wwwankurisha.blogspot.com/2021/05/ankurisha-emagazine-bengali-poem-in_3.html

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন