আজ অণুকবিতার আড্ডায়
তামস চক্রবর্তী
১.
ক্ষুধার্ত এ পৃথিবী কান্না খেয়ে বাঁচে
লক্ষ লাশের পাহাড়ে পুঁতে রাখে সাধনার বীজ।
স্বপ্নের কঙ্কাল সরিয়ে বিছানা পেরেছে সুখ
অনন্ত সলিলে ।
২.
চন্দ্রমুখী রাত জেগে
ছেঁড়া পাতা ছুঁয়ে যায় হারানো ইতিহাস
তিন- দুই-এক করে
ঘুম আসে ঘুম যায়
প্রতিদিন শোনে এক নিঃশব্দ বিপ্লব।
৩.
একমুঠো সন্ধ্যে কুড়িয়ে ক্রমাগত হেঁটে চলেছ
মোহনার দিকে
পায়ের লাল মাটি বুকের রক্তে ধুয়ে
একবার ,অনন্ত একবার সোজা হয়ে দাঁড়াও
চুয়াত্তর বছরের তৃষ্ণার্ত শুষ্ক ঠোঁটে
শেষ বারের মতো এঁকে দাও পবিত্র চুম্বন ।
আপনিও এই বিভাগে মৌলিক ও অপ্রকাশিত লেখা পাঠান।
ankurishapatrika@gmail. com

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন