লেবেল

শনিবার, ২৯ মে, ২০২১

আজকের কবিতা।। অজিত বাইরী।। Ankurisha ।। E.Magazine ।। Bengali poem in literature ।।

 





আজকের  কবিতা 

ঝড়ের পাখি গায় না গান  

অজিত বাইরী 



ঝড়ের পাখি গায় না গান; আতঙ্কে চিৎকার করে।

ভাবে, কখন শান্ত হবে ঝঞ্ঝাক্ষুব্ধ ডাল,আলোর দিশা দেখা দেবে দিগন্তের পারে! মৃত্যুর ঘোর অমানিশায় মধ্যে আমরাও ঝড়াহত নিশুত রাতের পাখি।

ভুলেছি গান, আর্তনাদই এখন অভিব্যক্তির ভাষা;

বহন করে নিয়ে  চলেছি অন্যের শব;

কিংবা নিজেরই শব আগলে বসে আছি 

সৎকারের অপেক্ষায় ।

কে জানে, অবসান হবে কি না কালরাত্রির?

তবু বাঁচার ইচ্ছেটুকু এখনো বাঁচিয়ে রেখেছি,

মহাপ্রলয়ের পর ভেসে আসবে নূহের নৌকা।







এই বিভাগে তিনটি করে সাম্প্রতিক সময়কে নিয়ে আজই আপনার  মৌলিক ও অপ্রকাশিত লেখাটি পাঠিয়েদিন। 🙏🙏👇👇👇


ankurishapatrika@gmail.com




------------------------------------------------- 



আরও  পড়ুন 👇👇


https://wwwankurisha.blogspot.com/2021/05/ankurisha-emagazine-bengali-poem-in_28.html






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন