শনিবার, ২৯ মে, ২০২১

আজকের কবিতা।। অজিত বাইরী।। Ankurisha ।। E.Magazine ।। Bengali poem in literature ।।

 





আজকের  কবিতা 

ঝড়ের পাখি গায় না গান  

অজিত বাইরী 



ঝড়ের পাখি গায় না গান; আতঙ্কে চিৎকার করে।

ভাবে, কখন শান্ত হবে ঝঞ্ঝাক্ষুব্ধ ডাল,আলোর দিশা দেখা দেবে দিগন্তের পারে! মৃত্যুর ঘোর অমানিশায় মধ্যে আমরাও ঝড়াহত নিশুত রাতের পাখি।

ভুলেছি গান, আর্তনাদই এখন অভিব্যক্তির ভাষা;

বহন করে নিয়ে  চলেছি অন্যের শব;

কিংবা নিজেরই শব আগলে বসে আছি 

সৎকারের অপেক্ষায় ।

কে জানে, অবসান হবে কি না কালরাত্রির?

তবু বাঁচার ইচ্ছেটুকু এখনো বাঁচিয়ে রেখেছি,

মহাপ্রলয়ের পর ভেসে আসবে নূহের নৌকা।







এই বিভাগে তিনটি করে সাম্প্রতিক সময়কে নিয়ে আজই আপনার  মৌলিক ও অপ্রকাশিত লেখাটি পাঠিয়েদিন। 🙏🙏👇👇👇


ankurishapatrika@gmail.com




------------------------------------------------- 



আরও  পড়ুন 👇👇


https://wwwankurisha.blogspot.com/2021/05/ankurisha-emagazine-bengali-poem-in_28.html






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন