লেবেল

শুক্রবার, ৭ মে, ২০২১

রবি স্মরণে শ্রদ্ধাঞ্জলি -২৮ ।। গৌতম মণ্ডল।। Ankurisha ।।E.Magazine ।।Bengali poem in literature ।।






রবি স্মরণে শ্রদ্ধাঞ্জলি -২৮

গৌতম   মণ্ডল



 

১.

পঁচিশে   বৈশাখ


ধূপের  ধোঁয়ায়   দীপের আলোয়

বাজল  যখন  শাঁখ ৷

বছর  বাদে  আসলো ফিরে

পঁচিশে   বৈশাখ ৷


চাঁপার  বনে   আপন  মনে

রবির  কথা  কইছে  গানে ৷

পদ্যে  ছড়ায়, গল্পে  কথায়

ও  রবি   তুই  থাক্ ৷

বছর   বাদে   আসলো  ফিরে

পঁচিশে   বৈশাখ ৷


রৌদ্র   ওঠে   বৃষ্টি  পড়ে

কাঁচা  বাঁশের পাতা  নড়ে ৷

ধান  কাটে ঐ  চাষির  মেয়ে

যেথায়  নদীর   বাঁক্ ৷

বছর  বাদে  আসলো  ফিরে

পঁচিশে    বৈশাখ  ৷


মতি বিলে  হাঁসের  দলে

জল  ছিটিয়ে   সাঁতরে  চলে ৷

বাগদি  বুড়ি  চুপড়ি  নিয়ে

তুলছে  সেথায়  শাক ৷

বছর  বাদে   আসলো  ফিরে

পঁচিশে   বৈশাখ ৷


পদ্ম  দিঘির  কালো   জলে

কলমিলতা  মুখটি  তুলে

বলছে  হেঁকে  এ   বৈশাখে

ও  রবি   তুই   থাক্ ৷

বছর   বাদে  আসলো   ফিরে

পঁচিশে   বৈশাখ ৷ 




২.

ছবি


খাতার  পাতায়  আঁকছি  ছবি

আকাশ  ছোঁয়া   মাঠ ৷

জল  থৈ  থৈ  পদ্ম   পুকুর

শালুক  ফোটা   ঘাট  ৷


খাতার  পাতায়  আঁকছি  ছবি

কুমোর  পাড়ার   গাড়ি  ৷

ঘোমটা টানা  কুমোর  বউয়ের

নকশা  কাটা  শাড়ি ৷


তুলতুলে  এক  মেঘ  এঁকেছি

আকাশ  নীলের   মাঝে ৷

সেই   মেঘটা   যাচ্ছে   দেখি ...

অমল - সুধার   কাছে ৷


নদীর   বুকে  ঢেউ   এঁকেছি

রঙ  দিয়েছি   ঢেলে ৷

কেয়া  পাতার  নৌকোখানি

নাচছে   ঢেউয়ের  তালে ৷


এঁকে  ছবি   রঙ  দিয়েছি

সেই   নদীটার   বুকে৷

খাতার পাতায়  দেখতে  পেলাম 

রবীন্দ্রনাথকে !






কবি প্রণাম জানান👇👇








1 টি মন্তব্য: