কবিতায় রবি স্মরণে শ্রদ্ধাঞ্জলি
রবীন বসু
১.
মায়াশিল্পী
ওই তো ভাষার হাল ধরে আছেন তিনি
মানব-মানবী প্রেম গানে আঁকেন যিনি।
ওই দেখ প্রকৃতির মায়াময় সে রূপ
ইন্দ্রধনু সাজিয়েছে কবিতা অপরূপ।
গল্পে গল্পে ভেসে চলে শিলাইদহের কথা
জীবনের চালচিত্রে রঙের পেলবতা।
চৈত্র শালবনে ওই যত শূন্য হাওয়া
সব দেখি দুঃখ নিয়ে উপহার পাওয়া।
তবুও অক্ষরজ্ঞান, বিদ্যায়তন গড়া
বিশ্বভারতীর মাঝে জীবনপাঠ পড়া।
ছায়াছায়া কায়া নিয়ে মায়াশিল্পের আঁক
তাঁহার ছবির কাছে রহস্য নেয় বাঁক।
২.
তোমার স্পর্শে বাঁচি
দারুণ এ গ্রীষ্ম আজ, বৈশাখের তপ্ত দিন
বাতাসে বারুদ ভাসে, মৃত্যুর ঘন মিছিল,
সবদিকে প্রতিশ্রুতি, কানে তুলো গুঁজে নিন
মিথ্যার বহর দেখি, মানবতা সে পিচ্ছিল।
হিংসা নিয়ে ছোটে হিংসা, লোভ গৃহে অন্তরিন
নন্দিনীর ডাক বৃথা, উদ্যান পক্ষীবিহীন।
রঞ্জন কোথাও আছে, ভাঙতে চায় রুদ্ধ দ্বার
অস্থির সময় ঘিরে ডাক ফেরে বারংবার।
তবুও কোথাও আছো তুমি রবীন্দ্র ঠাকুর
তোমার স্পর্শে বাঁচছি, জানি জীবন আতুর।
আরও পড়ুন 👇👇

আন্তরিক ধন্যবাদ আর অভিনন্দন জানাই। সুন্দর পোস্টার বিমলবাবু।
উত্তরমুছুন