লেবেল

বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১

সদ্যপ্রয়াত কবি শঙ্খ ঘোষ ও প্রতিমা ঘোষ: শ্রদ্ধা ও স্মরণেঃ আরণ্যক বসু।। Ankurisha ।।E.Magazine ।। Bengali poem in literature ।।

 





সদ্যপ্রয়াত  কবি শঙ্খ ঘোষ  ও  প্রতিমা ঘোষ:

শ্রদ্ধা ও স্মরণেঃ আরণ্যক বসু




১.

মিছিল থেকে শঙ্খচিলের ডানায়

   


("ভালোবাসা, ডেকেছো আমায় কাঁটাতারের বেড়ার কাছে... আলিঙ্গনের ফুল ফুটেছে জারুল শিমুল পলাশ গাছে...")


এক'পা দু'পা তিন'পা থেকে প্রতিবাদী গন্তব্যে ,

একদিন তো পেয়েছিলাম সুভাষ মুখার্জিকে ;

লাল টুকটুক দিনের স্বপ্নে ,তীব্র ভালোবাসায় ,

মেঘদিগন্তে সবাই চিনতো ঝড়ের মানুষটিকে ! 


জীবন যদি কোনোদিন হয় উদ্ভাসিত আলো ,

জানবে তখন শঙ্খ ঘোষের কলমে শঙ্খধ্বনি !

জানবো মিছিল আমার- তোমার দৃপ্ত হেঁটে চলায় ,

জানবো খুনির তলোয়ারে জং , প্রতারণাতেও শনি ।


শোকসভাতে নেমে আসবেই আকাশগঙ্গা আভা ,

প্রতিবেশীদের চোখের জলে ফুটেছে সম্প্রীতি ,

কাঁটাতারের দু পারে যে বাংলা ভাষায় বাঁচি , 

সেখানেও তো প্রাণের কবির কী অবাক নির্মিতি! 


কবির শিরোপা কি বন্ধু সব মাথাতে মানায় ?

মিছিল থেকে শঙ্খ এখন শঙ্খচিলের ডানায় !







 

২.

খুঁজে নেবো তোমাকেই


  

(ঘুম আসছে না কবি... মানতে পারছি না--তুমি নেই!)



মৃত্যুর পরেও শেষ চিহ্ন রেখে যায় অনুভব,

অস্বচ্ছ কাচের নীচে একাধিক পরতে সাজিয়ে

নির্মোহ সন্ন্যাসী যেন বিছিয়েছে পৃথিবীর ব‍্যথা।

ঝড়ের সারল‍্যে ছিলে,ছিলে উদ্ভাসিত ব‍্যস্ততায় , 

ছিলে ব‍্যঞ্জনায় তুমি ; তুমি সেই শঙ্খ ,শঙ্খধ্বনি।

এখন দু-মুঠো ছাই, হাওয়ায় হাওয়ায় দুই বাংলায় ।


এখন তো ব‍্যক্তিগত অহংয়ের বৈভব-বিন‍্যাসে ,

গর্ব করবার মতো অবশিষ্ট বলে আর কিছুই থাকলো না।

বীভৎস উল্লাসের পাঠক্রমে উন্মাদের জীবন যাপন !


এবার ছবিতে তুমি ,

পাঠক ও কবিমনে,

একান্ত আলাপে...


তোমার কবিতা থেকে খুঁজে নেবো মননের সম্মোহনে,

আমাদের মিছিলের বেঁচে থাকাটুকু।


তুমি সেই আমোদিত শ্রাবণধারাকে দেবে , চরাচর বৈশাখ - জ‍্যৈষ্ঠকে এনে দেবে-- 

অনাগত হেমন্তের চিঠি,

মঙ্গলশঙ্খের নিমন্ত্রণ ...





আরও  পড়ুন 👇👇👇







https://wwwankurisha.blogspot.com/2021/04/ankurisha-emagazine-bengali-poem-in_58.html



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন