লেবেল

শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১

কবিতায় রবি স্মরণে শ্রদ্ধাঞ্জলি-১১।। সুধাংশুরঞ্জন সাহা।। Ankurisha ।। E.Magazine ।। Bengali poem in literature ।।

 





কবিতায় রবি স্মরণে শ্রদ্ধাঞ্জলি-১১
সুধাংশুরঞ্জন সাহা



১.
একাই একটা পৃথিবী


একটা বৃক্ষ একটা বিশ্ব ।
একটা শান্তিনিকেতন রহস্যময় একটা দুনিয়া ।
একটা কোপাই একটাই সোনাঝুরি ।
একফালি রোদ অন্ধকার মুছে দিয়ে
সবার মনে জ্বালিয়ে দিল আলো ।

একা রবীন্দ্রনাথ একাই একটা পৃথিবী ।








২.
জোড়াসাঁকো ঠাকুরবাড়ি


আমাদের একদিন দেখা হয়েছিল, 
গানে গানে পঁচিশে বৈশাখে, 
জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে ।
আমি তখন নবীন যুবক,
তুমি তখন গানের ভুবনে অন্যমানুষ ।
মাঝে মাঝেই তোমার টানে
ঘুরতে যেতাম জোড়াসাঁকো ।
আজও ওখানে রাস্তা পেরোলেই
তোমার মুখ, তোমার চোখ ভেসে ওঠে
গানে কথায় রবীন্দ্রনাথে ।






আরও  পড়ুন 👇👇👇

https://wwwankurisha.blogspot.com/2021/04/ankurisha-emagazine-bengali-poem-in_33.html



২টি মন্তব্য: