লেবেল

বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১

কবিতায় রবি স্মরণে শ্রদ্ধাঞ্জলি -১০।। জ্যোতির্ময় দাশ।। Ankurisha ।।E.Magazine ।।Bengali poem in literature ।।



 




কবিতায় রবি স্মরণে শ্রদ্ধাঞ্জলি -১০

জ্যোতির্ময়  দাশ 



১.

গীতবিতান চিরন্তনী



প্রতিটি পূর্ণিমায় আজও মূর্ত হয়ে ওঠে তোমার স্মৃতি 

স্নিগ্ধতার এক অমল আলো ছড়িয়ে  যায় মনের দিগন্তে 

সেই আলোয় ধুয়ে ফেলি আমার যাপনের যাবতীয় 

গ্লানি আর পরশ্রীকাতরতার সবুজ মালিন্য 

চরাচরে নন্দিত হতে থাকে তোমার সুরের ঈশ্বরী বর্ণমালা 



তোমার পায়ের কাছে আমি আমার চতুর মুখোশ 

আর রঙিন চশমাটি খুলে রাখি নতজানু মুদ্রায় 

আর কবিতার খাতা খুলে অবলীলায় উড়িয়ে দিই

আমার প্রতিটি না-লেখা সময়ের ব্যর্থতার মগ্নতাকে 

এবং স্বপ্নে দেখি একদিন ভোরের শেফালি শুভ্রতায়

তারা ঝরে পড়বে তোমার পদতলে পুষ্পাঞ্জলি হয়ে


তুমি আমাদের কল্পতরু— ইচ্ছাপূরণের শেষ দেবতাও...





২.

আমার ঈশ্বর 


একটি জীবনমুখী কবিতার জন্য সম্প্রতি আমি খুঁজে ছিলাম ঈশ্বরের বসত বাড়ির ঠিকানা 

মনীষীরা আমাদের বলেছিলেন— কেবল মন্দিরে নয়

তিনি থাকেন প্রতিটি জীবের ধর্মে এবং হৃদয়ে 

এই আবিশ্ব চরাচরে প্রতিটি কর্মের মধ্যেই আছে তাঁর অনিবার্য প্রচ্ছন্ন উপস্থিতি —


তিনি কি তাহলে ছিলেন আম্ফানের বিধ্বংসী বন্যায়

তিনি কি আছেন তবে প্রতিটি ধর্ষিতা নারীর অব্যক্ত কান্নায়

এর উত্তর সকলের জানা নেই—উত্তর যে দেবেন 

মধ্য মেধার এই অরণ্যে তেমন মনীষীও কেউ নেই আজ



একদিন অথচ তিনি ছিলেন গীতাঞ্জলির গানে

অপমানিত সবহারাদের সঙ্গে ভুবন ডাঙার মাঠে...








আরও  পড়ুন 👇👇👇


https://wwwankurisha.blogspot.com/2021/04/ankurisha-emagazine-bengali-poem-in_24.html





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন