কবিতায় রবি স্মরণে শ্রদ্ধাঞ্জলি
ফটিক চৌধুরীর দুটি কবিতা
১.
পঁচিশে বৈশাখ
একটিই বৃক্ষ, তার স্নিগ্ধ ছায়ায়
সকলের প্রাণ জুড়োয়
একটিই রবি, যার নূতন আলোয়
আলোকিত হয় বিশ্ব
একটিই জীবন, যে জীবন শুধু
মণি মুক্তো কুড়োয়
নইলে সে জীবন, জীবন নয়
জীবন রিক্ত নিঃস্ব।
একটিই দিন, চিরনূতনকে
দিই ডাক
সারাদিন নৃত্যে গানে কবিতায়
পঁচিশে বৈশাখ।
২.
জোড়াসাঁকো
শান্তিনিকেতন ,জোড়াসাঁকোর মধ্যে
একটিই সাঁকো
জোড়া দিতে হয়নি কোনদিন, দেখো
ছবি আঁকো।
যা ছিল একদিন ধু ধু প্রান্তর
পরে বিশ্বকে চেনালে তুমি
স্বর্গ সেখানে নেমে এসেছিল
পুণ্য হয়েছে মর্তভূমি।
চাঁদ উঠেছিল মধ্য গগনে
বাউল বাজায় একতারা
তুমি এলেই বৈশাখ আসে
কবিতা হয়না তোমা-ছাড়া।
আরও পড়ুন 👇👇👇
https://wwwankurisha.blogspot.com/2021/04/blog-post.html

সুন্দর দুটি কবিতা। হৃদয় ছুঁয়ে যাওয়া।
উত্তরমুছুন