কবিতায় রবি স্মরণে শ্রদ্ধাঞ্জলি
দীপ মুখোপাধ্যায়
পঁচিশে বৈশাখে
তুমি আছ আজ স্মৃতি-ছবি হয়ে হৈ হৈ উৎসবে
গানের ভেলায় ভাসতে ভাসতে কবিতার কলরবে
তোমাকে খুঁজেছি নব নব রূপে আলোকিত আশ্বাসে
(মেঘের পরে মেঘ জমেছে আঁধার করে আসে।)
ভিজে গেছি তাই কান্নার জলে রয়েছি আকুল হয়ে
অশুভ সন্ধ্যা ঘনিয়ে আসলে নেমে পড়ি বিদ্রোহে
তোমার লেখনী ছড়িয়ে রয়েছে সকল ভুবন মাঝে
(জগৎ জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে।)
তোমার রেখায় গন্ধসুধা দুঃখ কাটায় আজ
মনের কোণে লুকিয়ে রেখেছি ছন্দের কারুকাজ
বলছি এখন হটাও আঘাত উধাও করো ভয়
(ছিন্ন করো ছিন্ন করো আর বিলম্ব নয়।)
রবীন্দ্রনাথ জন্ম নেবেন প্রত্যেক বৈশাখে
আমবাঙালি সেই জন্যেই আগ্রহী হয়ে থাকে
আবার আসুন,হৃদয় জুড়ে,কন্ঠে থাকুক গান-
(আনন্দেরই সাগর থেকে এসেছে আজ বান।)
যখন দাহ উঠবে বেড়ে শিরায় উপশিরায়
শুনবো তোমার চরণধ্বনি মধুর কাব্যক্রীড়ায়
চারদিকে এই প্রাণের স্পর্শ যা যা গিয়েছিলে রেখে
(তোমার চন্দ্র সূর্য তোমায় রাখবে কোথায় ঢেকে।)
জন্মদিনে খুঁজছি এখন ছিন্ন মেঘের ফাঁকে
কোন সুরে আজ উঠবে গেয়ে পঁচিশে বৈশাখে
রূপসাগরের আলোছায়ায় ভাসিয়ে দিলাম ভেলা
(আজ ধানের খেতে রৌদ্রছায়ায় লুকোচুরি খেলা।)
রবি স্মরণে শ্রদ্ধাঞ্জলি
দীপ মুখোপাধ্যায়
-------------------------------


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন