এই সময়ের কবিতা
আমরা সব সফটওয়্যার মাখা শরীর -৩৬
বাবলু গিরি
কোটি কোটি জীবাণু,
কোটি কোটি আত্মা আমার শরীরে।
সমস্থ ব্রহ্মান্ডের সমগ্র আত্মা,আদি ও একমাত্র মহা শরীরে কূটস্থ হয়ে ক্রিয়ারত।
হিংসাও এক কূটিল আত্মা, বাঁসা বাঁধে
শান্তির শরীরে।
অয়দিপাউস তো জানতেও পারেনি,সে তার পিতাকে হত্যাকরে জননীকে বিবাহ করবে!
কি নিদারুণ যবনিকা জীবনের !
আত্মা তবু প্রকাশিত হবে,আবার কোথাও কবির শরীরে, সফোক্লিসের মতো,
আর্ফেউসের সঙ্গীত হয়ে ।
মন হৃদয় ও সৎ চেতনা দিয়ে যে লেখাই
লেখা হবে,
তাহাই ঈশ্বরের কথা,তাহাই কবিতা -
তখনই কবি ঈশ্বর হয়ে ওঠেন ।
ঈশ্বর ও বিচলিত হয়ে উঠতেন আর্ফিউসের সঙ্গীতে ।
কিংবা যেভাবে প্রেমের দেবতা হয়ে ওঠেন আফ্রোদিতি।
আর ব্রহ্মান্ডের যমুনায় যেভাবে বাঁশরী অহর্নিশি বেজে যায়।
চলোনা পদব্রজে পৌরাণিক পঞ্চবটী বনের পুস্করিনীর ধারে,শকুন্তলার কাছে।
কিংবা চলোনা "ডিউক্স ম্যাগটসে'র" সেই ঈশ্বরের আড্ডাখানায় ।
অস্কার ওয়াইল্ড কিংবা হেমিংওয়ে'র সঙ্গে আলাপ করে আসি।
অথবা চলো পৌরাণিক স্বর্গের পথে, দেখা হবে যুধিষ্ঠিরের সাথে।
এইসব মহান আত্মা'র খোঁজ করি এস,
একদিন ব্রহ্মশরীরে খুঁজে নেব আমার প্রিয় কুটির।
আরও পড়ুন 👇👇👇
https://wwwankurisha.blogspot.com/2021/04/ankurisha-emagazine-bengali-poem-in_12.html

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন