লেবেল

সোমবার, ২৯ মার্চ, ২০২১

এই সময়ের কবিতা ।। অজিত বাইরী।। Ankurisha ।। E.Magazine ।। Bengali poem in literature ।।

 





এই সময়ের কবিতা 


অজিত বাইরী 




১.

সন্ত্রাস   


বর্তমান রাজনৈতিক আবহে আমার অনুভবকে

কবিতায় প্রকাশ করলাম; যদিও কবিতাটি পাঠ-

কালে প্রখ্যাত কবি শঙ্খ ঘোষের 'সবিনয় নিবেদন'' কবিতাটির কথা পাঠকের মনে পড়া স্বাভাবিক ।

এমন কতই তো হয়! মনের অনুভব প্রকাশ করতে

না-হয় বটবৃক্ষের ছায়ায় বসলুম।




আমি তো দিয়েছি ছড়িয়ে সন্ত্রাস;

ভেঙে দিয়েছি দুর্বিনীত শিরদাঁড়া।

এরপর যেন সাহস না-হয় কারো,

গড়ে তুলতে প্রতিহিংসার  বেড়া।


আমি তো দিয়েছি নোংরা করে

নর্দমার মতো সাধারণের জীবন।

বশংবদ যারা, নেই তাদের শঙ্কা;

বাকিদের অনিশ্চিত জীবন-যাপন।


শাসনে ও  শোষণে এনেছি নামিয়ে

পাতালের শবগন্ধ গুমোট অন্ধকার।

বিদ্বেষ-বিষে নির্ঝঞ্ঝাট মানব-জীবন

অন্ধরোষে করে দিয়েছি ছারখার।


পড়ে আছে নিহতের রক্ত-মাংস-হাড়;

আর শত শত কঙ্কাল সার সার।

সোমত্ত মেয়ে যদি থেকে থাকে ঘরে,

দিয়েছি তো রাত-বিরেতে নিকেশ করে।





২.

ধর্ম এখন বর্ম  


ধর্ম এখন বর্ম সবার, মুখোশ সবার মুখ;

সবাই বলে ঘোচাবে তারা জনগণের দুখ।

তারই তাগিদে দুয়ারে সবার

দুঃখ ঘোচাবার দরদী সরকার।

তারই তাগিদে স্বজন-পোষণ

সম্প্রদায় থেকে সংখ্যালঘু তোষণ।

কদাপি পায়নি যারা মানুষের মর্যাদা;

তারাই এখন চোখের মণি, দেবতা।

চর্মচক্ষে দেখেনি যারা এত তোষণ;

গদি পেলেই জুটবে তাদের ভরণ-পোষণ।

ধর্ম এখন বর্ম সবার, ধর্ম এখন বর্ম ;

উদয়াস্ত নেতা-নেত্রী বিষম গলদঘর্ম;

বাচন-বাণে সেঁকে দিচ্ছে নিত্য গাত্রচর্ম।





আরও  পড়ুন 👇👇👇


https://wwwankurisha.blogspot.com/2021/03/ankurisha-emagazine-bengali-poem-in_29.html





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন