লেবেল

বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১

দোলের কবিতা।। খুকুর দোলখেলা।। মুক্তি দাশ।।Ankurisha ।। E.Magazine ।।Bengali poem in literature ।।

 




দোলের কবিতা 


খুকুর দোলখেলা

মুক্তি দাশ


দোলের দিনে আবীর নিয়ে
দু’হাত মুঠোভরে,
চুপিচুপি ঢুকলো খুকু
দাদার পড়ার ঘরে।

যেই না দাদা বললো, “খুকু,
চড়টা এবার খাবি রে!”
অমনি খুকু মুখটা দাদার
রাঙিয়ে দিল আবীরে।

লাফিয়ে উঠে বললো দাদা-
“মেরেই তোকে করবো খুন!”
শেষ হলো না দাদার কথা,
ছুঁড়লো খুকু রঙ-বেলুন।

সবার শেষে বললো খুকু
চোখ দু’খানি করে গোল-
“লাগ কলে না দাদা আমাল,
দানিস্‌ না কি আদ্‌কে দোল?”

_____________

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন